এ খর রৌদ্রের বেলা অদেখায় যদি কেটে যায়
ঘাসের আড়াল থেকে হরিৎ ঠিকানা
জেনে নেয়া যায় যদি-জানা থাক পলিমাটি
দুপুরের আচানক কাতর ঘুঘুর ডাক
আমার শৈশব পোড়ে শিহরণে
বৃষ্টির বন্দনা চাই, চাই স্নাত বিকেলের
মেঘের অদ্ভুত রং; ভালো লাগে বড়ো বেশি
শিয়ারে দাঁড়ানো এক মুখর প্রতীক।
বনের ভেতর থেকে ডাক আসে, কেনো এই
আয়োজন; ভাবালুতা-মনে নেই কারো;
যে শীর্ণ শীতের পাতা ঝরে গেছে
তার নাম জেনো আজ কোনো অপব্যয়
বা আনন্দ আয়োজন হতে পারে।