মুক্তির মহামন্ত্র এসেছিল যেদিন

ঐতিহাসিক ৭ মার্চ আজ

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৭ মার্চ, ২০২৩ at ৫:০৩ পূর্বাহ্ণ

ঐতিহাসিক ৭ মার্চ আজ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাত্তরের ৭ মার্চ দেয়া ঐতিহাসিক ভাষণ পরবর্তীতে স্বাধীনতার সংগ্রামের বীজমন্ত্রে রূপ নেয়। এ ভাষণ শুধুমাত্র রাজনৈতিক দলিলই নয়, জাতির সাংস্কৃতিক পরিচয় বিধানের একটি সম্ভাবনাও তৈরি করে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। এছাড়াও এ ভাষণটি পৃথিবীর অনেক ভাষায় অনুদিত হয়েছে। মাত্র ১৯ মিনিটের ভাষণ। এই স্বল্প সময়ে তিনি ইতিহাসের পুরো ক্যানভাসই তুলে ধরেন। তিনি তাঁর ভাষণে সামরিক আইন প্রত্যাহার, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, গোলাগুলি ও হত্যা বন্ধ করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেয়া এবং বিভিন্ন স্থানের হত্যাকাণ্ডের তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানান।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বিটিভিসহ বেসরকারি টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। চট্টগ্রামে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

চসিক : ঐতিহাসিক ৭ মার্চ নানা আয়োজনের মাধ্যমে পালন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বাঙালি জাতির ও স্বাধীনতা সংগ্রামের অনন্য দিনটি উপলক্ষে নগরের ড্রপ ডাউন ব্যানার প্রদর্শন ও বঙ্গববন্ধুর ভাষণ প্রচার করবে চসিক। করা হবে আলোকসজ্জ্বাও। চসিকের জনসংযোগ শাখার তথ্য অনুযায়ী, শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড় ও আইল্যান্ডে বঙ্গবন্ধুর ছবিইতিহাস সংবলিত চারটি ড্রপ ডাউন ব্যানার প্রদর্শন করবে চসিক। আন্দরকিল্লাস্থ নগর ভবনের পার্কিং লট ও জামালখানে এলইডির মাধ্যমে ৭ মার্চের ভাষণ প্রচার করা হবে। এছাড়া নগর ভবন ও শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আলোকসজ্জা, ফোয়ারা এবং তোরণ নির্মাণ করা হবে। মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ৭ মার্চের ভাষণের উপর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ সকালে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কার্যক্রম শুরু হবে চসিকের। এরপর সকাল ১১টায় থিয়েটার ইনস্টিটিউটে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।

মহানগর আওয়ামী লীগ : ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সংশ্লিষ্ট সকলকে স্ব স্ব সংগঠনের ব্যানারসহকারে সমাবেশ স্থলে যোগদানের জন্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন অনুরোধ জানিয়েছেন।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ : ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষ্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা আজ বিকেল ৩টায় সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। এছাড়া এদিন ভোর ছয়টায় সংগঠন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং দিনব্যাপী কার্যালয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হবে।

সভায় সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ বেতার, চট্টগ্রাম : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র থেকে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারিত হবে। হাবিব রেজা করিমের উপস্থাপনায় ও তাবাসসুম হকের প্রযোজনায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে বিশেষ অনুষ্ঠান বাঙলার ধ্রুবতারা প্রচারিত হবে আজ সকাল ৭:৩০ মিনিটে।

সকাল ৮১৫ মিনিটে যাকিয়া তাসনীমের প্রযোজনায় প্রচারিত হবে আলোকপাত : প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে থাকছে ওয়াশিকা আয়শা খান এমপির বিশেষ সাক্ষাতকার। মহান নেতা বঙ্গবন্ধু : বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে বিশেষ গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান প্রচারিত হবে সকাল ৯:৩০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীন আকতার। আয়েশা হক শিমুর গ্রন্থনায় মহিলাদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান– ‘অনন্যা’ প্রচারিত হবে দুপুর ২:৩০ মিনিটে। বিশেষ বেতার বিবরণী প্রচারিত হবে রাত ৯১০ মিনিটে। বিশেষ আলোচনা অনুষ্ঠান মুক্তির ডাক প্রচারিত হবে রাত ১০:০৫ মিনিটে। ড. আনোয়ারা আলমের পরিচালনায় এতে অংশ নেবেন : এ কে এম বেলায়েত হোসেন ও নঈম উদ্দীন চৌধুরী। প্রযোজনায় : শুভাশীষ বড়ুয়া। এছাড়াও ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ একযোগে ঢাকা থেকে রিলে করে বেতারের সকল কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে বেলা ৩২০ মিনিটে।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র লাইলাতুল বরাত আজ
পরবর্তী নিবন্ধপাট দিবসের প্রচারে এ কোন গাছের পাতা