মুক্তির পয়গাম

মোহাম্মদ আনিস শাহরিয়ার | মঙ্গলবার , ১৩ মে, ২০২৫ at ৮:০১ পূর্বাহ্ণ

কাঠফাটা রোদে হাতুড়ি হাতে ব্যস্ত শ্রমিক জনতা

পান্তাভাত, বাসি তরকারির শক্তিতে গড়ে ওঠে নগর,

দুর্বল দেহটার যত্নে নেই ক্যালসিয়াম, প্রোটিন

এটাই নাকি পরম স্বাধীনতা! আজকের তাজা খবর।

 

নোনা ঘাম শুকানোর আগেই মজুরি পাবো

এটাই তো ছিলো লিখিত, অলিখিত বাণী,

ঘাম শুকিয়ে লবণ হলো সেই কবে

এখনো পাইনি পয়সা, ভাসাই চোখের পানি।

 

নারীপুরুষের পারিশ্রমিকে থাকবে না বিভেদ

না থাকুক লিঙ্গ বৈষম্যের কালো নীতি,

একই মায়ের সন্তান পাক সম অধিকার

না ঝরুক নোনা পানি, হাসুক নির্যাতিত জাতি।

অমানবিকতার শেকল ভেঙে যাক মিছিলে, স্লোগানে

অত্যাচারের দাবানল ভেসে যাক পদ্মা, মেঘনায়

না হয় আবারো গর্জে উঠুক ৭১’র হাতিয়ার

তবেই ন্যায়ের জোয়ারে ভেসে যাবে অন্যায়।

পূর্ববর্তী নিবন্ধঅটোরিক্সার বিভ্রান্তি: স্থায়ী প্রতিকার হোক
পরবর্তী নিবন্ধভালোবাসা সকল সুন্দরের অবতার