মুক্তির জন্য তৈরি স্ফুলিঙ্গ

| বুধবার , ১৭ মার্চ, ২০২১ at ১১:১১ পূর্বাহ্ণ

বিনা কর্তনে ছাড়পত্র পেল তৌকীর আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’। গত ১৪ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড মুক্তির এই অনুমতি দিয়েছে।
সেন্সর বোর্ডের সচিব মো. মমিনুল হক খবরটি নিশ্চিত করেছেন। যার ফলে আগামী ১৯ মার্চ সারাদেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আর আজ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে হবে এর বিশেষ প্রদর্শনী।
ছবিটির প্রধান চরিত্রগুলোতে আছেন পরীমনি, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুর মতো শিল্পীরা।
পরিচালক তৌকীর আহমেদ বলেন, ‘‘স্ফুলিঙ্গ মূলত গানের, প্রতিবাদের ছবি। স্ফুলিঙ্গ মুক্তিযুদ্ধের। সকলের মনের ভেতরেই আছে এই স্ফুলিঙ্গ। ছবিতে মুক্তিযুদ্ধ ও বর্তমান প্রজন্মের স্ফুলিঙ্গের গল্প উঠে আসবে।’ সিনেমাটির সংগীত পরিচালনা করছেন পিন্টু ঘোষ। প্রযোজনা করছে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন।

পূর্ববর্তী নিবন্ধপ্রস্তুত ১০ প্রতিযোগী
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জীবন-দর্শন নিয়ে ‘মুজিব ১০০’ অ্যাপ