মুক্তির আগে আসছে অপুর সিনেমার গান শাকিব খানের ট্রেইলার

| বুধবার , ১২ এপ্রিল, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

এবার রোজার ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান ও শবনম বুবলীর ‘লিডার আমিই বাংলাদেশ’, সেই সঙ্গে আসছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’। হলে মুক্তির আগে সিনেমার গান ও ট্রেইলার প্রকাশ হচ্ছে বলে জানিয়েছেন অপু ও শাকিব। ‘লাল শাড়ি’ সিনেমার ‘রঙে রঙে সঙে সঙে’ শিরোনামের গানটির পোস্টার ফেসবুকে শেয়ার করেছে অপু বিশ্বাস। জানিয়েছেন মঙ্গলবার গানটি প্রকাশ পাবে ইউটিউবে। তারিখ ঘোষণা না করলেও সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে এই রোজার ঈদে। বন্ধন বিশ্বাসের চিত্রনাট্য ও পরিচালনায় এ সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন অপু বিশ্বাস ও সাইমন সাদিক। সরকারি অনুদানে তৈরি সিনেমাটি অপু বিশ্বাসের প্রযোজনা সংস্থা অপুজয় চলচ্চিত্রের ব্যানারে নির্মিত হয়েছে। মফস্বল শহরের এক তাঁতপল্লিকে ঘিরে সাজানো হয়েছে ‘লাল শাড়ি’র গল্প। খবর বিডিনিউজের।

লাল শাড়ি সিনেমার শুটিং হয় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারের কৌড়ি গ্রামে। একটানা কাজ করে সিনেমার শুটিং শেষ করা হয় বলে জানিয়েছেন এ চিত্রনায়িকা।

ঈদে নতুন সিনেমা লিডার আমিই বাংলাদেশ’ নিয়ে দর্শকদের সামনে আসছেন চিত্র নায়ক শাকিব খান। আজ প্রকাশ পাবে সিনেমার ট্রেইলার। এ সিনেমার নায়িকা হলেন তার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী।

পূর্ববর্তী নিবন্ধএকসঙ্গে বাবা-মেয়ে
পরবর্তী নিবন্ধউইমেন’স ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই সাড়ে ৬ লাখ টিকেট শেষ