বহুল প্রতীক্ষিত সিনেমা ‘এমআর নাইন– ডু অর ডাই’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত শুক্রবার (২৫ আগস্ট)। প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানা নিয়ে প্রকাশিত হয়েছে বহু বই। তারই একটি ‘ধ্বংস পাহাড়’, যা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘এমআর–৯: ডু অর ডাই’ সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে প্রদর্শিত হচ্ছে ইংরেজি ভাষায়। গত মঙ্গলবার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই প্রেক্ষাগৃহে সিনেমাটির বাংলা সংস্করণ দেখতে পারবেন দর্শকরা। খবর বাংলানিউজের। ইতোমধ্যেই বাংলা সংস্করণে সিনেমাটি চালানোর অনুমতি দিয়েছে সেন্সর বোর্ড। সোমবার ‘এমআর–৯: ডু অর ডাই’–এর বাংলা সংস্করণ সেন্সর পেয়েছে বলে জানান প্রযোজক আব্দুল আজিজ। তিনি বলেন, ‘এমআর–৯: ডু অর ডাই’ ইংরেজি সংস্করণ মুক্তি পেয়েছে ২৫ আগস্ট। মুক্তির পর থেকে সিনেমাটি ভালো চলছে। তবে ইংরেজি সংস্করণ হওয়ায় বাংলাদেশি দর্শকের কিছুটা অসুবিধা হচ্ছে। আগামী শুক্রবার (০১ সেপ্টেম্বর) দর্শক বাংলা সংস্করণ উপভোগ করতে পারবেন।