নগরীর লালখান বাজারের ৫০নং চাঁনমারী রোড নিবাসী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সৈয়দ ওবায়দুর রব কায়েস (৭৪) গত শুক্রবার সকাল ১০টায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎিসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে অসংখ্য আত্মীয়–স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। একই দিন বাদ এশা নগরীর জমিয়াতুল ফালাহ্ জাতীয় জামে মসজিদে নামাজে জানাজা শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মেট্রোপলিটন পুলিশের খুলশী থানার একটি চৌকষ দল মরহুম অ্যাডভোকেট সৈয়দ ওবায়দুর রব কায়েসকে রাস্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।