চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বাস্কেটবল লিগে অংশগ্রহনকারী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র দলের জার্সি উম্মোচন করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় সিজেকেএস সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে দলের জার্সি উম্মোচন করেন সিজেকেএস যুগ্ম সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের স্টেডিয়াম প্রতিনিধি মশিউর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাউন্সিলর সরোয়ার আলম মনি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকু, বাস্কেটবল কমিটির সমন্বয়কারী ইরফান কাদেরী, সম্পাদক সৈয়দ মোহাম্মদ তানসীর, খেলোয়াড় শারদ ঘোষ, আশিক ইবনুল, সজীব দাশ, তামজিদ আহমেদ, নেছারুল, হৃদয়, জয় প্রমুখ।