বাঁশখালীর বীর মুক্তিযোদ্ধা রাখাল শুক্ল দাশ (৮০) গত বৃহস্পতিবার রাতে সাধনপুর ইউনিয়নের নিজ বাড়িতে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। বীর মুক্তিযোদ্ধা রাখাল শুক্ল দাশকে বাঁশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল শুক্রবার সকাল ৯টায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, থানার ওসি মো. কামাল উদ্দিন, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে.এম সালাহ উদ্দিন কামাল, বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে পারিবারিক শ্মশানে তাকে দাহ করা হয়।












