পটিয়ার সংস্কৃতি সংগঠক ও মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি বড়ুয়ার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পটিয়া গৌরব সংসদের উদ্যোগে স্মরণসভা গতকাল শুক্রবার পটিয়া ক্লাব হলে অনুষ্ঠিত হয়। স্মরণসভা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যানের সভাপতিত্বে ও প্রভাষক ভগীরথ দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন পটিয়া গৌরব সংসদের আহ্বায়ক এডভোকেট কবিশেখর নাথ পিন্টু। অনুষ্ঠানে মৃণাল কান্তি বড়ুয়া স্মরণে প্রকাশিত ‘হৃদয়ে মৃণাল’ গ্রন্থের পাঠ উন্মোচন করা হয়।
সভায় বক্তব্য রাখেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল, সন্তোষ বড়ুয়া, ড. সংঘপ্রিয় মহাথেরো, বিমল কান্তি বড়ুয়া, অজিত কুমার মিত্র, এসএমএকে জাহাঙ্গীর, শ্যামল দে, শিবুকান্তি দাশ, আলমগীর আলম, শৈবাল বড়ুয়া, শান্তপদ বড়ুয়া, জসীম উদ্দিন, আবদুর রহমান রুবেল প্রমুখ।












