মুক্তিযোদ্ধা বজেন্দ্র লাল দেব নাথ

আজাদী প্রতিবেদন | রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১১:১৬ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন নিবাসি মুক্তিযোদ্ধা বজেন্দ্র লাল দেব নাথ (৭২) হৃদরোগে আক্রান্ত হয়েছে মারা গেছেন। শনিবার রাত ৩টায় ইউনিয়নের নাথ পাড়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি ওই এলাকার মৃত রামানন্দ দেব নাথের পুত্র।
প্রয়াত মুক্তিযোদ্ধার পুত্র প্রান্ত দেব নাথ জানান, ওইদিনই বিকেল ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় তার পিতাকে সৎকার করা হয়েছে। এর আগে থানা পুলিশের একটি চৌকস দল মুক্তিযোদ্ধা বজেন্দ্র লাল দেব নাথকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহোয়াইট হাউজের ‘বিপজ্জনক’ সেই অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধফাতেমা বেগম