৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম মাহাবুবুল আলমের স্মরণ সভায় বক্তারা বলেছেন, এম মাহাবুবুল আলম ছিলেন আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারি। তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের অগ্রনায়ক। বক্তারা তাঁর নীতি আদর্শ অনুসরণ করে সকলকে প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। গতকাল শনিবার ওমর আলী মাতব্বর জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও স্মরণ সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সামশুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর এম আশরাফুল আলম। আলোচনায় অংশ ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মনজুর হোসেন, ইসমাইল ইলিয়াস, ইঞ্জিনিয়ার সেলিম উল্লাহ, হুমায়ুন কবির, আবুল কালাম কন্ট্রাক্টর, আনোয়ার হোসেন বাবুল, মো. হোসেন, মো. ইদ্রিস, কফিল উদ্দিন, কুতুব উদ্দিন, ডা. সেলিমগীর, মনিরুল আলম, ইলিয়াস বাবুল, মো. ইসমাইল, মোহাম্মদ আলমগীর, মো. সাইফুদ্দিন, সাজ্জাদ আলী খান বাহাদুর, হাসান মুরাদ জকু, মো. সালাহ উদ্দিন, মো. নুর উদ্দিন, ফয়জুল হক লিটু, কাবেদুর রহমান কচি, নজরুল ইসলাম, হাফেজ আহমদ, মিনহাজুল আবেদিন সায়েম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী। প্রেস বিজ্ঞপ্তি।