চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা নিবাসী বীর মুক্তিযোদ্ধা ই.এন ছাফা (৬৭) গতকাল শনিবার সকালে নগরীর ডবলমুরিং থানাধীন মুহুরী পাড়াস্থ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। একই দিন বাদ জোহর মুহুরী পাড়া এম. এ সালাম জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল মরহুম ই.এন ছাফাকে গার্ড অব অনার প্রদান করেন।
বীর মুক্তিযোদ্ধা ই.এন ছাফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার মো. সাহাবউদ্দিন, মহানগর ইউনিট কমান্ডার মোজাফ্ফর আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।