বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ শুধু ভাষণ নয়; এটি রণকৌশলের অনন্য একটি দলিল। এই ভাষণ মুক্তিযুদ্ধের সময়জুড়ে দেশের মানুষকে উজ্জীবিত রেখেছে। এই অমর ভাষণ জীবন-মরণের কঠিন দুঃসময়ে বিপন্ন মানুষকে দিয়েছে শক্তি ও সাহস। মুক্তিযুদ্ধে এটি ছিল নিরস্ত্র বাঙালির মূল প্রেরণা। গত রোববার কে সি গার্লস হাই স্কুলে ৭ মার্চ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ আখতার হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম। সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ মুজিবের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক বাসবী দত্ত, বদরুন্নাহার, উম্মে কুলসুম, এম এয়াকুব আলী, মো. জয়নুল আবেদীন কুতুবী, মুহাম্মদ আবুল মনসুর, মনজুর আলম, অন্তরা ঘোষ, মু. মুখতারুল আজম, সাদ্দাম হোসেন, নুর নবী আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।