‘মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বীর মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয়’

সিএমপিতে সংবর্ধনা

| বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:২১ পূর্বাহ্ণ

মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ বাহিনীর বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বুধবার নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপির সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. হুমায়ুন কবির। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলায় বসবাসরত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী, উপপুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপপুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপপুলিশ কমিশনার (ট্রাফিকউত্তর) নেছার উদ্দিন আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুটি ড্রেজারসহ ৬ জন আটক, ৬ লাখ টাকা জরিমানা ও এক মাস জেল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর পরিদর্শনে থাইল্যান্ডের রাষ্ট্রদূত