মুক্তিযুদ্ধের শুরুতে চট্টগ্রামে অনেকগুলো মর্মান্তিক ঘটনা ঘটে যায়। সেইসব ঘটনার শোক ও দুঃখের দহন কখনো চট্টগ্রামবাসী ভুলতে পারবে না। দিনগুলো যখন ঘনিয়ে আসে, তখন চট্টগ্রামের আকাশে কান্নার রোল বাষ্পাকারে ঘনীভূত হতে হতে ভারি মেঘে ছেয়ে যায়। তারপর আসে একে একে বেদনাবিধূর সেইসব দিন-২৮ মার্চ চেরাগী পাহাড় হত্যাকাণ্ড, ১৮ এপ্রিল হাটহাজারীর মোজাফফর-আলমগীর হত্যাকাণ্ড; আর বেদনার রঙে রঙে নীল হয়ে যান বশরুজ্জামানের ভ্রাতুষ্পুত্র ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, শেখ মোজাফফরের পুত্র কবি খুরশীদ আনোয়ার। দামপাড়ায় সাইফুদ্দিনের বাড়িতে, এনায়েতবাজারে দীপকের ভাই বাপ্পীর বাসায়, মাদারবাড়িতে জাফরের বাড়িতে, ফটিকছড়িতে মাহবুবুল আলমের বাড়িতে, ঢেমশায় অধ্যাপক দিলীপ চৌধুরীর বাড়িতে এবং বোয়ালখালীতে মোজাফফরের বাড়িতে হাহাকার পড়ে যায়।
তিনটি ঘটনায় চট্টগ্রাম আওয়ামী লীগ ও ছাত্রলীগের বড় ক্ষতি হয়ে যায়। সালারে জিলা শেখ মোজাফফর সাহেব ছিলেন বৃহত্তর চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি; সাইফুদ্দিন ছিলো শহর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জহুর আহমদ চৌধুরীর প্রাণাধিক জ্যেষ্ঠপুত্র এবং সিটি কলেজের এজিএস ও কলেজ ছাত্রলীগের নির্বাচনী সংগঠক অভিযাত্রিকের সভাপতি; আবদুর রব ছিলো চাকসুর প্রথম জিএস ও তুখোড় ছাত্রনেতা; মোজাফফর ছিলেন বোয়ালখালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বশর-জাফর-দীপক ছিলো চট্টগ্রামের সাহসী ছাত্রনেতা।
আজ ১৩ এপ্রিল, একাত্তরের চরম বিভীষিকাময়, বীভৎস, ভয়াবহ এবং ভীষণ রকম অশুভ একটি দিন। মুক্তিযুদ্ধের সূচনাতেই এদিন ঝরে গিয়েছিলো পাঁচটি অমূল্য প্রাণ। কুণ্ডেশ্বরীতে অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহ, পাহাড়তলী ইঞ্জিনিয়ারিং কলেজের সম্মুখে জহুর আহমদ চৌধুরীর পুত্র ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদ চৌধুরী, কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজের শিক্ষক অধ্যাপক দিলীপ চৌধুরী, চাকসুর জিএস আবদুর রব, বোয়ালখালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাফফর আহমদ। এক একটি মৃত্যু থাই পাহাড়ের চেয়েও ভারি।
সাইফুদ্দিন অভিযাত্রিক তথা ছাত্রলীগের অন্যতম নীতি নির্ধারক ছিলেন। পিতা জহুর আহমদ চৌধুরী সিটি আওয়ামী লীগের সভাপতি ছিলেন বলে নয়, আপন যোগ্যতা বলেই নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়েছিলেন। নেতৃত্বের সমস্ত গুণই তাঁর ছিলো, যেমন সাহস। পিতার ন্যায় শীর্ণ দেহটি ছিলো যেন জীবন্ত আগ্নেয়গিরি, সময়ে জ্বলে উঠতে যার বিলম্ব হতো না। একটি ঘটনা এখানে উদাহরণ হিসেবে পেশ করা যেতে পারে। পূর্ব পাকিস্তান ছাত্রলীগ বিভক্ত হয়ে ফেরদৌস কোরেশী-আল মুজাহিদীর নেতৃত্বে বাংলা ছাত্রলীগ নামে একটি নতুন সংগঠনের সৃষ্টি হলে চট্টগ্রামে তাকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব দেয়া হয় মহাবলী কিবরিয়াকে। এই সেই কিবরিয়া, একদা এনএসএফ-এর দৌরাত্ম্যের মুখে যার বাহুবলে চট্টগ্রামে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিলো। এবার তিনি খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়ে ছাত্রলীগ ধ্বংসের মিশনে নামলেন। তা’ প্রথমেই তাঁর চোখ পড়লো সিটি কলেজের ওপর। কারণ একে তো তিনি এই কলেজের ছাত্র, তদুপরি তাঁর মারামারি, নেতাগিরি সব এই কলেজকে ঘিরেই। শহরের রাজনীতির ওপরও সিটি কলেজের বিরাট প্রভাব ছিলো। তাই কিবরিয়া সিটি কলেজ দখল করতে চাইবেন এটাই স্বাভাবিক। একদিন তিনি সদলবলে কলেজ আক্রমণ করতে গেলে কিবরিয়া-ভীতির কারণে কেউ তার সামনে দাঁড়াবার সাহস তো পেলোই না, বরং পড়ি মরি করে ছুটে পালাতে লাগলো। কিন্তু না, হঠাৎ দেখা গেলো হালকা পাতলা একটি ছাত্রই কিবরিয়াকে রুখে দাঁড়িয়েছে। তিনিই সাইফুদ্দিন।
অসম লড়াই, কিবরিয়ার সামনে সাইফুদ্দিন কিছুই না, ফুৎকারেই উড়ে যাওয়ার কথা। তবুও টাইসনকে মুষ্ট্যাঘাত করে সাইফুদ্দিন বলেছিলেন, ‘কিবরিয়া, গুণ্ডামি করবি না, তোর দিন শেষ।’ তার পরের দৃশ্যে কিবরিয়ার প্রত্যাঘাতে সাইফুদ্দিন রক্তাক্ত। এতেই কাজ হয়। কিবরিয়ার আগমনে যারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলো, তারাও এবার সম্বিৎ ফিরে পায় এবং সাইফুদ্দিনের সমর্থনে এগিয়ে আসে। এখানে সাইফুদ্দিন কিবরিয়াকে কতটা আঘাত করতে পেরেছিলেন, সেটা ধর্তব্য নয়। বিবেচ্য বিষয় হলো সাইফুদ্দিন একা কিবরিয়াকে রুখে দাঁড়িয়ে ছিলেন এবং নিজের শরীরের রক্ত ঝরিয়ে ছাত্রলীগের দুর্গকে বেদখল হওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন। এই ঘটনা থেকে সাইফুদ্দিনের প্রত্যুৎপন্নমতিত্ব, সাহস ও ব্যক্তিত্বের পরিচয় ফুটে ওঠে।
সাইফুদ্দিন খালেদ ১৯৪৭ সালে দামপাড়া পল্টন রোডে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। পিতা জননেতা জহুর আহমদ চৌধুরী মাতার নাম জাহানারা বেগম।
সাইফুদ্দিন দ্বিতীয় শ্রেণী পর্যন্ত বাগমনিরাম প্রাইমারি স্কুলে পড়াশোনা করেন। এরপর এম ই স্কুলে (চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়) তৃতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়ার পর সরকারি মুসলিম হাই স্কুলে ভর্তি হন। মুসলিম হাই স্কুলে পড়ার সময় ৬২’র ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন।
মুসলিম হাই স্কুলে পড়ার সময় তাঁর সৃজনশীল প্রতিভারও উন্মেষ ঘটে। তখনকার দিনে মুসলিম হাই স্কুলে বৃহস্পতিবার পাঠ্য বিষয়ের বাইরে এক ঘণ্টা অতিরিক্ত ক্লাস হতো। বিভিন্ন আলোচনা, বিশেষত নিয়মিত বিতর্কের আসর বসতো। সাইফুদ্দিন অষ্টম শ্রেণীতে পড়ার সময় থেকে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে থাকে।
১৯৬৭ সালে এসএসসি পাস করেন। ১৯৬৭-৬৮ সালে সিটি কলেজে ভর্তি হন।
সাইফুদ্দিন খালেদ অর্থ ‘ধর্মের তলোয়ার’। স্ত্রী জাহানারা বেগমের কোল আলো করে যখন প্রথম শিশুপুত্রটি জন্মগ্রহণ করে, তখন জহুর আহমদ চৌধুরী সাধ করে তার নাম রেখেছিলেন সাইফুদ্দিন খালেদ চৌধুরী। পুত্রটি বড় হয়ে সার্থকনামা হয়েছিলো। অন্যায় দেখলেই এই তরবারি ঝলসে উঠতো। পাকিস্তানি হানাদার বাহিনীর মুখোমুখি হয়েও বীরের মতো লড়াই করতে করতে প্রাণ বিলিয়ে দিতে এতটুকু বুক কাঁপেনি তাঁর। ১৩ এপ্রিল বীর সাইফুদ্দিন, রব, দিলীপ, মোজাফফরের ট্র্যাজিক মৃত্যুর মহিমায় উদ্ভাসিত। ২৮ মার্চ চেরাগী পাহাড়ে বশরুজ্জামান, জাফর, দীপক, মাহবুবুল আলমের আত্মবলিদানের পর ১৩ এপ্রিলের হত্যাকাণ্ডই ছিলো বড় ঘটনা, যেখানে চট্টগ্রামের দু’জন বড়ো মাপের ছাত্রনেতা, একজন কলেজের অধ্যাপক, আরেকজন আওয়ামী লীগ নেতা মুক্তিযুদ্ধের সূচনাতেই স্বাধীনতার বেদীমূলে আত্মাহুতি দেন। সিটি কলেজের ছাত্রসমাজের অবিসংবাদিত নেতা সুলতান উল কবির চৌধুরী, যিনি দুর্জয় সাহসে কিবরিয়াকে ছাপিয়ে গিয়েছিলেন, তিনিও চলে যাচ্ছিলেন। ট্রেনিং, সাহস ও কৌশলের কারণে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। এখন জানা যাচ্ছে হারুনুর রশিদ রুশ্নি নামে আনোয়ারার একজন ছাত্রনেতাও পাহাড়তলী ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে মারা যান। সুলতান, সাইফুদ্দিন, রবদের দলে তিনি ছিলেন না। তাই তিনি কখন পাহাড়তলীতে মারা যান, সেটা একটা প্রশ্ন থেকে যায়। তবে তিনিও সেখানেই শহীদ হয়েছেন বলে তাঁর ছোটভাই অধ্যক্ষ এনামুর রশীদ চৌধুরী জানিয়েছেন। মায়ের কাছে একটি টাকা চেয়ে তিনি ঘর থেকে বের হয়ে আর মায়ের কোলে ফিরে যান নি।
সাইফুদ্দিনের সহযোদ্ধাদের মধ্যে আরো ছিলেন ফিরোজ আহমদ, রামুর সিদ্দিক, ড্রাইভার ইউনুস ও তার সহকারী (নাম জানা যায় নি), মিরসরাইর রুস্তম ও জনৈক নুরুল ইসলাম। ড্রাইভার ইউনুসও পাক বাহিনীর হামলায় শহীদ হন। শহীদ রব, দিলীপ, মোজাফফরের কথা আগেই বলা হয়েছে। এই দলটি কিভাবে গঠিত হয়েছিলো, তা জানা সম্ভব হয় নি।
এদিকে সুলতান, রব, সাইফুদ্দিন, সিদ্দিক, রুস্তম পটিয়া থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্ট ও ইপিআর সৈনিকদের সাথে তাদের গাড়িতে করে বান্দরবানে যান। সেখানে তৎকালীন এসডিও আবদুস শাকুরের সাথে দেখা করে তাঁর কাছে ভারতে যাবার পথের সন্ধান চান। তিনি তাদেরকে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক দিয়ে চন্দ্রঘোনা, রাঙ্গুনিয়া, রাউজান হয়ে রামগড় সীমান্ত দিয়ে ভারতে যাবার পরামর্শ দেন। তাঁর পরামর্শ মেনে সুলতান-সাইফুদ্দিনরা চন্দ্রঘোনার উদ্দেশে যাত্রা করেন। পথে অনেক ইস্টবেঙ্গল ও ইপিআর সৈনিকের সাথে দেখা হয়, তারাও চন্দ্রঘোনার দিকে যাচ্ছিলেন। এক জায়গায় দ্রুতগামী একটি জিপ তাদের পাশ কাটিয়ে যেতে দেখলে সেটি থামাতে চেয়ে ব্যর্থ হন। জিপটি বেশিদূর যেতে পারে নি, একটি পাহাড়ি ছড়ার ওপর উল্টে পড়ে যায়। ইতিমধ্যে সুলতান-সাইফুদ্দিনরাও সেখানে উপস্থিত হন।
জিপের আরোহীদের মধ্যে অন্তত দু’জনকে আগে দেখেছেন বলে মনে হলো সুলতানের। এবার জিজ্ঞেস করে জানতে পারলেন তাদের নাম দিলীপ চৌধুরী মোজাফফর আহমদ। সুলতান সাইফুদ্দিনরাও পরিচয় দিলেন। সবার গন্তব্য অভিন্ন জেনে একসঙ্গে যাওয়া সাব্যস্ত হলো এবং সবাই ধরাধরি করে জিপটিকে খাড়া করে চড়ে বসলেন। পেছনের সিটে সুলতান, সাইফুদ্দিন, ফিরোজ, সিদ্দিক, রুস্তম, নুরুল ইসলাম ও ড্রাইভারের সহকারী। জিপে ছিলো বঙ্গবন্ধু’র স্বাধীনতার ঘোষণার কপি, প্রচারপত্র, অয়ারলেস সেট ও কিছু বেতার যন্ত্রপাতি। জিপের সামনে ছিলো একটি সাবমেশিন গান, কয়েকটি রাইফেল ও বেশ কিছু হ্যান্ড গ্রেনেড। জিপ দ্রুত ছুটে যাচ্ছিলো। ইঞ্জিনিয়ারিং কলেজের কিছু আগে একটি মাজারের মোড় পার হতেই হঠাৎ খোলা রাস্তা। একপাশে ইঞ্জিনিয়ারিং কলেজ, অন্য পাশে ইমাম গাজ্জালী কলেজ। চৈত্রের সকাল বেলার সূর্যের তেজ ঠিকরে পড়ছিলো, রাস্তায় সুনসান নীরবতা। হঠাৎ একটি লোক যেন মাটি ফুঁড়ে উদয় হলো। ড্রাইভার ইউনুস গাড়ির গতি শ্লথ করে তাকে ডেকে জিজ্ঞেস করেন রাস্তা পরিষ্কার আছে কি না। সে হ্যাঁ বলতে ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে দেন। ইমাম গাজ্জালী কলেজ পার হবার সাথে সাথেই সেটআপটা ধরা পড়ে গেলো। ইঞ্জিনিয়ারিং কলেজের পাহাড়ে ওঁৎ পেতে বসে আছে শত শত পাকিস্তানি সৈন্য। ড্রাইভার কড়া ব্রেক করলেন। কিন্তু তখন আর করার কিছু নেই। ঝাঁক ঝাঁক রাইফেল, মেশিনগানের গুলিবৃষ্টির সামনে উলঙ্গ জিপ। কোনো আড়াল নেই কোথাও। প্রথম গুলিতেই চাকা ফেটে গাড়ি অচল হয়ে যায়। অরক্ষিত মুক্তিযোদ্ধারা প্রত্যুত্তর দেয়ার চেষ্টা করলেন। গুলি নিঃশেষ হয়ে যায়। টপ টপ করে একজন একজন করে পড়ে গেলেন চট্টগ্রামে ভবিষ্যতের অসীম সম্ভাবনাময় দুই নেতা। প্রথমে সাইফুদ্দিন খালেদ চৌধুরী, তারপর চাকসু ভিপি আবদুর রব। ততক্ষণে পাকিস্তানি সৈন্যরা পাহাড় থেকে নেমে এসে জিপ ঘিরে ফেলে, গাড়ি থেকে ধরে ধরে নামায় অধ্যাপক দিলীপ চৌধুরী, মোজাফফর আহমদ, ফিরোজ আহমদ ও ইউনুসকে। সুলতান আঁকা বাঁকা দৌড়ে ও ক্রলিং করে পাহাড়ে ওঠে পালিয়ে যেতে সক্ষম হন। সিদ্দিক, রুস্তমও তাকে অনুসরণ করে নিরাপদ স্থানে সরে যান। ধৃত মুক্তিযোদ্ধাদের পিছমোড়া করে বেঁধে উপুড় করে মাটিতে শুইয়ে রাখা হয়। পাকিস্তানি সৈন্যরা প্রথমে জিজ্ঞাসাবাদের চেষ্টা চালায়। তারপর সবার পকেট তল্লাশি করে সব বের করে নিয়ে ব্রাশ ফায়ার। গুলি খেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অধ্যাপক দিলীপ চৌধুরী, আবদুর রব, মোজাফফর আহমদ ও ইউনুস। ড্রাইভারের সহকারীর কোনো খোঁজই আর পাওয়া যায় নি। ফিরোজ গুলি খেয়ে আহত হয় বটে, তবে বেঁচে যায়। পরে তাকে মেডিক্যালে দেয়া হয়। সেখান থেকে নিজেকে অবাঙালি পরিচয় দিয়ে সে বেঁচে যায়।
লেখক : মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক