মুক্তিযুদ্ধ নিয়ে এমন লেখা চাই, যাতে সঠিক ইতিহাসের ক্ষেত্রে নতুন প্রজন্ম বিভ্রান্ত না হয়

বই উৎসবে শেষ দিনে অভিমত

| রবিবার , ১৮ ডিসেম্বর, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

শুধু শোনা কথায় নয়, মুক্তিযুদ্ধ বিষয়ক লেখালেখি ও গবেষণায় মৌলিকতাকে অবলম্বন করতে হবে। যাতে সঠিক ইতিহাসের ক্ষেত্রে নতুন প্রজন্ম বিভ্রান্ত না হয়। শৈলী প্রকাশনের উদ্যোগে চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে তিন দিন ব্যাপী ‘মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসব’র শেষদিনে ১৬ ডিসেম্বর বক্তারা এসব কথা বলেন।

অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরার সভাপতিত্বে আলোচানায় অংশগ্রহণ করেন কবি ও নাট্যকার অভীক ওসমান, কবি রিজোয়ান মাহমুদ, প্রাবন্ধিক নেছার আহমদ, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, বায়েজিদ মডেল স্কুলের সভাপতি মো. মাজহারুল হক, এটিএম শহীদুল্লাহ, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী। এর আগে দুই পর্বে অনুষ্ঠিত হয় ছড়া ও কবিতা পাঠের আসর।

শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়ার সভাপতিত্বে প্রথম পর্বে অংশ নেন- অরূপ কুমার বড়ুয়া, অরূপ কুমার পালিত, আয়েশা সিদ্দীকা, এস এম আবদুল আজিজ, কাজী নাজরিন, জায়তুন্নেসা জেবু, জাহানারা মুন্নী, জিএম জহিরউদ্দীন, জেবারুত সাফিনা, জোনাকি দত্ত, নুরুল আলম জিল্লু, পুষ্পিতা সেন, ফজলুল কাদের, ফাতেমা ফেরদৌস নিপা, ফারজানা রহমান শিমু, বরুণ কুমার আচার্য (ডা.), মার্জিয়া খানম সিদ্দিকা, মুক্তা রানী দেবী, মোহাম্মদ ওয়াহিদ মিরাজ, মোহিনী সংগীতা সিংহ, লিপি বড়ুয়া, লিপি তালুকদার, শ্রাবন্তী বড়ুয়া, স্বর্ণা তালুকদার, সিমলা ঘোষ, হৈমন্তী তালুকদার।

দ্বিতীয় পর্বে কবি মর্জিনা আখতারের সভাপতিত্বে অংশ নেন- অপু চৌধুরী, অপু বড়ুয়া, আবু মুসা চৌধুরী, ইসমাইল জসীম, কাজী মোহাম্মদ রোকনুজ্জামান, কাঞ্চনা চক্রবর্তী, কোহিনুর শাকি, গাজী মোহাম্মদ নুর উদ্দীন, গোপা রানী দে, চৌধুরী শাহাজাহান, জাহাঙ্গীর আজাদ, নাটু বিকাশ বড়ুয়া, নান্টু কুমার দাশ, নান্টু বড়ুয়া, নুরুল আমিন সাঁইদারী, পারভীন আকতার, পিংকু দাশ, প্রণব কুমার চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, ফেরদৌস আরা রীনু, বিকিরণ বড়ুয়া, মিলন বনিক, মুকুল চৌধুরী, মোহাম্মদ নাজিম উদ্দীন, রশীদ এনাম, রূপক কুমার রক্ষিত, রেহেনা মাহমুদ, লিটন কুমার চৌধুরী, শওকত আলী সুজন, শামশুল আলম সোহেল, শাহীন মাহমুদ, সাইফুল্লাহ্‌ কায়সার, সাবেরা শারমিন, সুব্রত কুমার নাথ, সৈয়দ আহমেদ বাদল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটইটং ইক্বরা স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধআহলা দরবারের ওরশ সম্পন্ন