মুক্তিযুদ্ধ ও জিয়া পরস্পর অবিচ্ছেদ্য

দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভায় শামীম

| মঙ্গলবার , ১৬ মার্চ, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, স্বাধীন বাংলাদেশ ও জিয়াউর রহমান একে অপরের পরিপূরক। তাকে বাদ দিয়ে স্বাধীন বাংলাদেশের ইতিহাস রচনা করা সম্ভব নয়। তিনি গতকাল সোমবার বিকালে দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ে আগামী ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে সমাবেশের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী।
সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। মোস্তাক আহমদ খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার ও হারুনুর রশিদ। বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন, আবদুল গাফ্‌ফার চৌধুরী, মফজল আহমদ চৌধুরী, জামাল হোসেন, হুমায়ুন কবির আনসার, লায়ন হেলাল উদ্দীন, নুরুল আনোয়ার চৌধুরী, মাস্টার মো. লোকমান চেয়ারম্যান, রাসেল ইকবাল মিয়া, মো. শহিদুল্লাহ চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিভাসুতে কর্মচারীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধশ্রমিক ফেডারেশনের আলোচনা সভা