মুক্তিপণ পেতে পিটিয়ে সেই শব্দ শোনায় অভিভাবকদের

অপহৃত ৩ জন উদ্ধার, গ্রেপ্তার ৩

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

মহানগর গোয়েন্দা (বন্দরপশ্চিম) বিভাগের স্পেশাল টিম অভিযান চালিয়ে মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করা ৩ জনকে উদ্ধার এবং ৩ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। গত শনিবার এ অভিযান পরিচালিত হয় বলে আজাদীকে জানিয়েছেন মহানগর গোয়েন্দা (বন্দরপশ্চিম) বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন।

জানা যায়, মো. জিন্নাত ইসলাম, মো. ওয়াসিম ও মো. রাসেলকে অপহরণ করে বন্দর থানাধীন রোহিঙ্গা পাড়া, সিডিএ ৯ নং ব্রিজ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনের ছাদে আটকে রাখে একদল দুর্বৃত্ত। এ সংবাদ পেয়ে ডিবির (বন্দর ও পশ্চিম) একটি বিশেষ টিম গত শনিবার অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে অপহরণকারী ইসমাইল হোসেন মুন্না, ফাহাদ আল কাদেরী ও সোলেমান হোসেন সাকিলকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, অপহরণকারী ইসমাইল ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে চট্টগ্রাম শহরে এসে ফাহাদ আল কাদেরী ও সোলেমান হোসেনের সহায়তায় কালামিয়া বাজার এলাকা থেকে ভিকটিমদের অপহরণ করে ঘটনাস্থলে এনে মারধর করে পরিবারের কাছে ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। অপহরণকারীদের নিকট তথ্য ছিল, টার্গেটদের নিকট অনেক টাকা পাওয়া যাবে। মুক্তিপণের টাকা না পাওয়ায় ২২ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর রাত ৯টা পর্যন্ত আটকে রেখে পেটাতে থাকে। তাদের চিৎকার তাদের বাবামাকে মোবাইল ফোনে শুনিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছিল। টাকা না পেলে পিটিয়ে মেরে ফেলবে বলে ভিকটিমদের অভিভাবকদের জানাচ্ছিল। এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল টিম তাদের উদ্ধার করতে সক্ষম হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রকৃতি বৈরি, পানি নিষ্কাশনের পথও বন্ধ
পরবর্তী নিবন্ধঅপহরণের ২২ ঘণ্টা পর হিল উইমেন্স ফেডারেশনের নেত্রীসহ ৩ তিনজনের মুক্তি