মুক্তি পেলেন জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি, ২০২৪ at ৮:২১ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। দীর্ঘ আড়াই বছরের বেশি সময় কারাভোগের পর গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম কারাগার কর্তৃপক্ষ তাকে মুক্তি দেন। কারাগারের সিনিয়র জেল সুপার মো. মঞ্জুর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে নাশকতার ১৫টি মামলা রয়েছে। সবকটি মামলা থেকে জামিন পাওযায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।

আদালতসূত্র জানায়, ২০২১ সালের ১৫ মে ভোরে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়া ২ নং গলির নিজ বাসা থেকে চট্টগ্রাম১৫ আসনের সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। হাটহাজারীতে হেফাজতের সহিংসতায় ইন্ধন দেওয়ার অভিযোগে তাকে সেদিন গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাকে তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

আদালতসূত্র জানায়, ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে মুসল্লিদের সঙ্গে সংঘর্ষ হয়েছিল। এর জেরে হাটহাজারীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে হেফাজাত ইসলাম। হাটহাজারী ভূমি অফিসে আগুন দেওয়া হয়। এসময় পুলিশের সাথে সংঘর্ষে চারজন নিহত হয়। এ ঘটনায় হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীসহ জামায়াতবিএনপির নেতাকর্মীদের আসামি করে হাটহাজারী থানায় পৃথক ১০টি মামলা করে পুলিশ। এর আগে ২০১৮ সালে ৩ আগস্ট নগরের খুলশী থানার মুরগির ফার্ম এলাকা থেকে শাহজাহান চৌধুরী গ্রেপ্তার হয়েছিলেন এবং পরে জামিনে মুক্তি পান।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদ প্রসঙ্গে আইভোয়াক
পরবর্তী নিবন্ধঢাকায় হোটেলে বিআইডব্লিউটিসি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলীর লাশ