মুক্তি পিছিয়েছে ‘নন্দিনী’র

| মঙ্গলবার , ৬ আগস্ট, ২০২৪ at ৭:২৪ পূর্বাহ্ণ

কোটা আন্দোলন ঘিরে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে ‘নন্দিনী’ সিনেমার মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। ঢাকা ও কলকাতার দুই অভিনয় শিল্পী নাজিরা মৌ ও ইন্দ্রনীল সেনগুপ্তকে নিয়ে তৈরি সিনেমা মুক্তির কথা ছিল শুক্রবার। কিন্তু আপাতত সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন পরিচালক সোয়াইবুর রহমান রাসেল। ‘নন্দিনী’ মুক্তির নতুন তারিখও ঠিক করা হয়নি বলে জানিয়েছেন তিনি।

রাসেল গ্লিটজকে বলেন, এক সপ্তাহ আগে আমরা ‘নন্দিনী’ সিনেমার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিই। এই পরিস্থিতিতে সিনেমা মুক্তি দিতে চাইছি না। মানসিকভাবে তো আসলে এখন কেউ ভালো নেই। এই অবস্থায় সিনেমা দেখবে কে! তাই মুক্তি পিছিয়ে দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে, নতুন তারিখ ঠিক করার কথা ভাবব, মানুষের জীবনযাপন ঠিকঠাক হলে তারপরে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে।

নন্দিনী’ সিনেমায় নাম ভূমিকায় আছেন ঢাকার অভিনেত্রী নাজিরা মৌ ও কলকাতার অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। পরিতোষ বাড়ৈয়ের ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণ করেছেন রাসেল। গত কয়েক বছরে যাবতীয় কাজ শেষে অবশেষে সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য সব কাজ সারা হয়। নির্মাতা বলেন, নিয়তির কাছে বারবার পরাজিত হয়েও হার না মানা এক সংগ্রামী নারীর গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘নন্দিনী’। নন্দিনীর চরিত্রে দেখা যাবে মৌকে। আর ইন্দ্রনীল হয়েছেন পলাশ, যিনি একজন সাংবাদিক। রাসেল নাটক ও টেলিফিল্ম বানিয়ে পরিচিতি পেলেও ‘নন্দিনী’ তার প্রথম সিনেমা। সিনেমায় পাঁচটি গান শোনা যাবে। ইন্দ্রনীলমৌ ছাড়া আরো অভিনয় করেছেন বাংলাদেশের ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ইলোরা গহরসহ আরো কয়েকজন।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসা চাইছেন দীপিকা
পরবর্তী নিবন্ধবাফুফে সভাপতিকে স্বেচ্ছায় পদত্যাগের আলটিমেটাম