আজ শুক্রবার মুক্তি পাচ্ছে নির্মাতা অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত চলচ্চিত্র ‘রোহিঙ্গা’। ইতোমধ্যে সিনেমাটি প্রদর্শকদের মধ্যে বেশ সাড়াও ফেলেছে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আরশি হোসেন। সমপ্রতি প্রকাশ পেয়েছে ‘রোহিঙ্গা’ সিনেমার ট্রেলার। এ উপলক্ষে রাজধানীর এফডিসিতে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিনেমাটির নির্মাতা, অভিনয়শিল্পী, কলাকুশলীরা ও চলচ্চিত্র ব্যক্তিত্বরা। খবর বাংলানিউজের।
এ প্রসঙ্গে চিত্রনায়িকা আরশি বলেন, রোহিঙ্গাতে কাজ করার সময় আমি আরশি হোসেন ছিলাম না। গেট-আপ, সাজগোজে আমাকে রোহিঙ্গা জাতির আছিয়া করে তোলা হয়েছিল। তিনি আরো বলেন, কিছু কাজ থাকে যেটা সম্পর্কে অনেক কিছু বলতে চাই, কিন্তু বলা যায় না। অনুভূতি প্রকাশ করতে পারি না।
এই সিনেমায় সবাই দারুণ অভিনয় করেছেন। এখানে অভিনয় করিনি, চরিত্রের ভেতর ঢুকে গিয়েছিলাম। কতটুকু পেরেছি তা দর্শক বলতে পারবে। সিনেমাটি ২০২১ সালের নভেম্বরে সেন্সর বোর্ড থেকে আনকাট সেন্সর পায়। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আরশি হোসেন, ওমর আয়াজ অনি, সাগর, বৃষ্টি, তানজিদ, শাকিবা, হায়াতুজ্জামান, গোলাম রাব্বানি মিন্টু প্রমুখ।