মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মাদারবাড়ী মুক্তকন্ঠ গ্রীণের উদ্যোগে এবং মেসার্স নবাবী ট্রেডিংয়ের আর্থিক পৃষ্ঠপোষকতায় অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নুর আলী কমান্ডার একাদশ। টুর্নামেন্টে অংশ নেয় বীর মুক্তিযোদ্ধা নুর আলী কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ফজলুল হক ও মোহাম্মদ হোসেন পরিষদ।
উদ্বোধনী খেলায় ক্যাপ্টেন ফজলুল হক একাদশ ১৩ রানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ একাদশকে পরাজিত করে এবং দুপুরে অনুষ্ঠিত খেলায় বীর মুক্তিযোদ্ধা নুর আলী কমান্ডার একাদশ ৩ উইকেটে মরহুম মোহাম্মদ হোসেন একাদশকে হারিয়ে ফাইনালে উঠে। ফাইনাল খেলায় টসে জিতে নুর আলী কমান্ডার একাদশ নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ৮৩ রান করে।
জবাবে ক্যাপ্টেন ফজলুল হক একাদশ ৮.২ ওভারে ৬২ রান করে অল আউট হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ১ম খেলায় ক্যাপ্টেন ফজলুল হক একাদশের ইয়ামি, ২য় খেলায় ও ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন নুর আলী কমান্ডারের সজিব। ফাইনাল খেলা শেষে বিজয় দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য মো. ইউসুফ।
এতে প্রধান অতিথি ছিলেন কল্লোল সংঘের সাবেক সাধারণ সম্পাদক হাজী সালাউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের ব্লক সর্দার মো. মঞ্জু মিয়া, সমাজসেবক জাহিদুর রহমান ও মাঝিরঘাট ট্রাক ড্রাইভার মালিক সমিতির সাধারণ সম্পাদক-জাকির হোসেন। এই সময় উপস্থিত ছিলেন বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব শেখ আহসান হাবিব রিপন, মুক্তকন্ঠ গ্রীনের উপদেষ্টা সদস্য-আব্দুল মোতালেব মুন্সি, আব্দুল মোমিন প্রমুখ।