মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মাদারবাড়ী মুক্ত কন্ঠ গ্রীন আয়োজিত মেসার্স নবাবি ট্রেডিংয়ের পৃষ্ঠপোষকতায় ৫ দিনব্যাপী অনুষ্ঠান গতকাল ১৩ ডিসেম্বর শুরু হয়েছে। ফুটবল ইভেন্টের উদ্বোধনী খেলায় বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর দল ১-০ গোলে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল দলকে পরাজিত করে ফাইনাল উত্তীর্ণ হয়। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের রাকিব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের পরিচালক আদনানুল ইসলাম চৌধুরী, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু, মাদারবাড়ী উদয়ন সংঘের সাধারণ সম্পাদক নুরুল আমিন, মো. বখতিয়ার মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের ব্লক সরদার আব্দুল মোতালেব মুন্সি ও ওমর ফারুক রুবেল।
অনুষ্ঠানের সভাপতি করেন বিজয় দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। পরিচালনা করেন সদস্য সচিব শেখ আহাসান হাবিব রিপন। উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম, জাহিদুর রহমান, সাদ্দাম হোসেন, সাইফুল ইসলাম, মোহাম্মদ শাহাজান, মুক্ত কণ্ঠ গ্রিনের যুগ্ম আহবায়ক আসলাম হোসেন, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ সালাউদ্দিন জুয়েল, মো. রাশেদ, মামুন হোসেন, সাখাওয়াত হোসেন ও মো. জাহেদ।