মীরসরাইয়ে ৩১ দফার সমর্থনে বিএনপির প্রচারণা ও র‌্যালি

৭ নভেম্বর সমাবেশের ঘোষণা

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ৯:৫২ পূর্বাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি পূরণে মীরসরাইয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও র‌্যালি গত রোববার অনুষ্ঠিত হয়। উপজেলার মিঠাছরা বাজারে অনুষ্ঠিত প্রচারণায় নুরুল আমিন আগামী ৭ নভেম্বর মীরসরাই সদরে বর্ণাঢ্য আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালনের ঘোষণা দেন। মিঠাছরা বাজারে লিফলেট বিতরণ ও র‌্যালি শেষে হাইওয়ে চত্বরে এক পথসভা উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট অলিউল কবির ইকবাল, নুরুল আফছার, মাঈন উদ্দীন লিটন, জামশেদ কমিশনার, কামরুল ইসলাম লিটন, সিরাজুল হক, মাওলানা জমির উদ্দিন, হাসেম, মুন্না চৌধুরী, সিরাজ উদ্দীন, হাসেম, বদরুদ্দোজা, তপন চৌধুরী, তোবারক হোসেন, দিদারুল আলম, আনোয়ার হোসেন, জহুরুল হক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচাকসুর ৭ম ক্যাবিনেটের প্রথম কার্যনির্বাহী সভা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলন ৭ লক্ষ টাকা জরিমানা