মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসর

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ৯:১৮ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার স্থানীয় খবরিকার উদ্যোগে হেমন্ত সাহিত্য আসর গতকাল শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে লেখক সৈয়দ আব্দুল আলীম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কবি রিপন গোট পিন্টু, সায়মা ও আনিকার সঞ্চালনায় সাহিত্য আসরে গ্রাম বাংলার রূপসমৃদ্ধ ঋতু হেমন্তসহ আসন্ন শীতের আগাম বন্দনা নিয়ে পংক্তিমালা আবৃত্তি করেন কবি মাহমুদ নজরুল, কবি শাহাদাত হোসেন লিটন, কবি মাহবুব পলাশ, কবি আজিজা রুপা, কবি কামরুল হাসান জনি, কাব্য কবির, মাজহারুল হক, সাইফুদ্দিন মীর শাহীন, আলমগীর হোসেন, চন্দনা চক্রবর্তি, রাজিব মজুমদার, প্রান্ত দত্ত, গাজী আরিফ মান্নান, নুসরাত জাহান ফাহিয়া, তানজিল আরা তানজু, আফরার জাবিন নিধি, ফয়সাল করিম প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রণজিত ধর, নীপা মজুমদার, সুমন, আদৃতা ও আরিয়া। অনুষ্ঠানে সদ্য প্রয়াত কবি ও নজরুল গবেষক নুর আল আলমের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শোক ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

বক্তব্য রাখেন সাংবাদিক নাছির উদ্দিন, প্রফেসর মনছুর ভূঞা ও প্রধান শিক্ষক নুরুল করিম। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক জুয়েল নাগ, কবি তাছলিমা চৌধুরী সুরভী, সাংবাদিক সানোয়ার ইসলাম রনি, মীর হোসেন, রশিদুল হাসান, তাকিবুর রহমান প্রমুখ। সবশেষে তিনজনকে সেরা কবি সম্মাননা প্রদান করা হয়। এ সময় কবি আজিজা রুপা, কাব্য কবির, প্রান্ত দত্ত ও গাজী আরিফ মান্নানকে উত্তরীয় পরিয়ে ক্রেষ্ট উপহার দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধসিইউসিবিএ এ্যালমনাই এসো’র বিশেষ সাধারণ সভা
পরবর্তী নিবন্ধআবদুল মাবুদ ফাউন্ডেশনের সভা