মীরসরাইয়ে স্বামী-শ্বশুর ও শাশুড়িসহ গ্রেপ্তার ৫

গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ২২ জুলাই, ২০২২ at ৬:০১ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে রুপনা দাস (৩৩) নামের এক গৃহবধূ গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার বিকেলে উপজেলার ৪নম্বর ধুম ইউনিয়নের দক্ষিণ ধুম গ্রামের রাখাল দে এর বাড়িতে এ ঘটনা ঘটে। শরীরে আগুন দেওয়ার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পরদিন গত মঙ্গলবার ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান। এ ঘটনায় রূপনার বড় বোন বিউটি দাস বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রুপনার স্বামী রুপম কুমার দে, শ্বশুর রাখাল কুমার দে, শাশুড়ি বেলা রানি দে, ভাসুর কাঞ্চন কুমার দে ও জা উর্মিকে গ্রেপ্তার করেছে।

মামলার বাদী বিউটি দাস বলেন, তিন বছর আগে তার বোন রুপনাকে বিয়ে করেন রুপম। বিয়ের এক বছর পর তাদের কোলজুড়ে আসে একটি কন্যা সন্তান। তার নাম রাখা হয় প্রমা দে। মেয়েটির বয়স এখন দুই বছর।

তিনি অভিযোগ করেন, রুপনা রুপমকে বিয়ে করার পর একাধিকবার শ্বশুরবাড়িতে একটু ঠাঁই চান। দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে অধিকার না পেয়ে সে শ্বশুর বাড়ির উঠানে দাঁড়িয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এসময় তার সঙ্গে কন্যা সন্তানও ছিল। তবে শিশুটি আগুনের ভয়ে মায়ের কাছ থেকে সরে যাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন বলেন, রুপনা দাসের স্বামী, শ্বশুর, শাশুড়িসহ ৫জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশে কোভিড রোগী ২০ লাখ ছাড়াল
পরবর্তী নিবন্ধআদিবাসী দ্রৌপদী ভারতের নতুন রাষ্ট্রপতি