মীরসরাইয়ে ‘সোপান সংঘের’ আয়োজনে নবাগত সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বড়তাকিয়ায় সোপান সংঘের সভাপতি মাসুদ রেজাউল করিমের সভাপতিত্বে ও মাস্টার সিরাজ উদ দৌলার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন খাজা নাজিম উদ্দিন চৌধুরী, আব্দুল কাদের জিলানী, সাধারণ সম্পাদক আবু তৈয়ব, সুবাস নাথ, এম এস হোছাইন সবুজ, শামসুল আলম বাদশা, সুমন, শাহাদাত, জনি প্রমুখ। সভায় বক্তারা বলেন, সুস্থ ধারার সমাজ উন্নয়নে ক্লাব সংগঠনের ভূমিকা রয়েছে। শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলাসহ সমাজের উন্নয়নে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।