মীরসরাইয়ে শিশুসহ ১৪ রোহিঙ্গা আটক

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:১৩ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প জোন এলাকা থেকে শিশুসহ ১৪ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে স্লুইচ গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে সন্ধ্যার দিকে তাদের থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃতরা হলেন মোহাম্মদ রফিক (২০), জোহার (২৫), সাইমা (৬), হাসিনা (২৬), কাশ্মীর আক্তার (৯), আজিদা (১৮), মো. জোবায়ের (২), শওকত আরা (১৯), দেলাওয়ার হোসেন (৭), জেসমিন (৩), মো. রফিক (১৯), ছেনোয়ারা বেগম (১৮), রবি আলম (১৯) ও রমজান আলী (১২)।
জোরারগঞ্জ থানার ওসি নুর হোসাইন মামুন জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা ভাসানচর থেকে দালালের মাধ্যমে ট্রলারযোগে পালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প জোন এলাকায় আসে। ওই এলাকায় দায়িত্বরত আনসার সদস্যরা আমাদের বিষয়টি জানায়। আটককৃতদের মধ্যে চারজন নারী, ছয়জন শিশু ও চারজন পুরুষ।
এর আগে রোববার ভাসানচর থেকে পালানোর সময় উপজেলার ইছাখালি ইউনিয়নের চরশরত এলাকা থেকে শিশুসহ দশ রোহিঙ্গা ও তিন দালালকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধহালদা থেকে ৩শ মিটার অবৈধ ঘেরা জাল জব্দ
পরবর্তী নিবন্ধকমিউনিটি সেন্টার ভেবে পিবিআই কার্যালয়ে চুরি