বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে মীরসরাই উপজেলার মিঠাছড়া মাঠে সম্বল টেপ টেনিস লংপিচ গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় মাসব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো. আশরাফুল।
বক্তব্য শেষে তিনি মাঠে নেমে পায়রা উড়িয়ে ও ব্যাটিং করে খেলা উদ্বোধন করেন। ৯নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিনের সভাপতিত্বে ও আজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অপকার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর, ধূম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন আক্রামি, চট্টগ্রাম সিটি কলেজের প্রভাষক সালাউদ্দিন সোহেল, ৯নং ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি সাইফুল ইসলাম, সৌমেন দে প্রমুখ। উদ্বোধনী খেলার ধারাভাষ্য দেন রিপন গোপ পিন্টু। এ টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করছে।