মীরসরাইয়ে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ২৩ ডিসেম্বর, ২০২২ at ৬:৩১ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে মহান মুক্তিযুদ্ধের ১০ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জোরারগঞ্জ মাঠে এই বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন রাজনীতিবিদ ও সমাজসেবক মাহবুব রহমান রুহেল।

যুবলীগ নেতা মোশাররফ এইচ সাগরের সঞ্চালনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সভাপতি কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গির কবির চৌধুরী, রেজাউল করিম হুমায়ুন চেয়ারম্যান, নুরুল মোস্তফা চেয়ারম্যান, কামরুল হায়দার চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্ল্যাহ রিপন, যুগ্ম সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, কামরুল ইসলাম, আলতাফ হোসেন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, ইব্রাহিম খলিল ভুঁইয়া, তানভীর হোসেন তপু, মাসুদ করিম রানাসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মেলায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছে। স্বাধীনতার সপক্ষে আজ আমরা ঐক্যবদ্ধ। বিজয় মেলার মাধ্যমে মুক্তিযুদ্ধের চর্চায় জনমত তৈরি করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই কাজ করে যাব বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে দুটি প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়ার হুমকি ইমরানের
পরবর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু