মীরসরাইয়ে মাইক্রো চাপায় আ. লীগ নেতার মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ১৭ অক্টোবর, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার ঠাকুরদীঘি এলাকায় মহাসড়ক পারাপারের সময় এক প্রবীণ আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক শরফুদ্দিন জানান, শনিবার সকাল ১০টার দিকে ঠাকুরদীঘি এলাকায় মহাসড়ক পারাপারের সময় একরাম হায়দার সেলিম (৫২) কে চট্টগ্রামমুখি একটি মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ঘটনার পরপরই এলাকাবাসি মাইক্রোটিকে আটক করে পুলিশে খবর দিলে হাইওয়ে পুলিশ নিহত ব্যক্তিকে উদ্ধার করে ও মাইক্রোবাসটি জব্দ করে। নিহত ব্যক্তি ৮নং দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। বাদ আছর মরহুমের নামাজে জানাযা শেষে নিজ গ্রামে তাঁর দাফন সম্পন্ন হয়।

পূর্ববর্তী নিবন্ধনোয়াখালীর হামলার পরদিন আরেকজনের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধজামালখানে ডা. তাহের-রেজাউল পরিষদের গণসংযোগ