মীরসরাইয়ে বিকাশকর্মীর ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৬ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার দুর্গাপুর বাজারে বিকাশকর্মীকে পিটিয়ে আহত করে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত বিকাশকর্মীকে তার পরিবার ও এলাকাবাসী উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বিকাশকর্মীর বাবা নুর হোসেন (৫২) জানান, গতকাল বুধবার দুপুরে ইসলামি ব্যাংকের ঠাকুরদীঘি শাখা থেকে ২ লাখ টাকা তুলে তৌহিদুল ইসলাম সাগর (২৪) কিছু বিকাশ দোকানের লেনদেন বিষয়ে মাঠে যাচ্ছিল। দুর্গাপুর বাজার অতিক্রমকালে সরন ও ইয়াছিনসহ কতিপয় যুবক দা, ছুরি, রড ও লাঠিসোটা নিয়ে তাকে পিটিয়ে সাথে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে এলাকাবাসী ও তার কিছু বন্ধু তাকে উদ্ধার করে মস্তাননগরস্থ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। হামলা ও ছিনতাইকারীরা অনেকেই তার পূর্ব পরিচিত ও জানাশোনা বলে জানায় আহত সাগর। এই বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধিন বলে জানান সাগরের পিতা নুর হোসেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন বলেন, দুর্গাপুর বাজারের উক্ত ঘটনা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। তবে পুরো ঘটনা তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় নিখোঁজের একমাস পর বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধশীর্ষ পদে শ্বেতাঙ্গ পুরুষ ছাড়াই মন্ত্রিসভা লিজ ট্রাসে