মীরসরাইয়ে বিএসআরএম শিল্পপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

| বুধবার , ১১ নভেম্বর, ২০২০ at ৬:০৯ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে মীরসরাই উপজেলায় বিএসআরএম গ্রুপের শিল্পপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। গত ১ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের আয়োজনে ‘মুজিব বর্ষের অঙ্গিকার, শোভন কর্মপরিবেশ হোক সবার’ এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচিটি পরিচালিত হয়।
এসময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের উপ-মহাপরিদর্শক আবদুল্লাহ আল সাকিব মুবাররাতের নেতৃত্বে সহকারী মহাপরিদর্শক (সেফটি) শরীফ আহমেদ আজাদ, শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) শুভংকর দত্ত ও শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) রেজাউল রেশমা উপস্থিত ছিলেন।
বিএসআরএম গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপের প্রশাসন প্রধান এ.কে.এম সাইফুদ্দিন খান, ম্যানেজার (আইআর ও এমপ্লয়ী এঙ্গেজম্যান্ট এন্ড এইচ.আর.ভি.পি ম্যানুফ্যাকচারিং) মো. ইসমাইল, বিএসআরএম গ্রুপের মীরসরাই জোনের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) এ.বি.এম আসাদুজ্জামান, ম্যানেজার (আইআর, এইচ.এস.ই এন্ড কমপ্লাইয়েন্স) মো. জামাল হোসেন, ম্যানেজার (প্রশাসন) দেলওয়ার হোসেন মোল্লা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালন
পরবর্তী নিবন্ধসৌন্দর্য্যবর্ধনের নামে যা হয়েছে তাতে চোখ ভরলেও মন ভরে না : সুজন