মীরসরাইয়ে প্রবাসীর ঘরে চুরি

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর, ২০২০ at ১০:৩৪ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নে একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী মোহাম্মদপুর গ্রামের প্রবাসী মো. মোস্তফা ও মো. রাসেলের বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, রাতে ঘরে কেউ ছিল না। চোরের দল টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে।
প্রবাসী রাসেলের শ্বশুর এনামুল হক জানান, মঙ্গলবার সকালে ঘরে যান তারা। এ সময় দেখতে পান ঘরের আলমারি ও শোকেসের তালা ভাঙা। চোরের দল নগদ ৬০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুন বলেন, চুরির ব্যাপারে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধটেরীবাজার ব্যবসায়ী সমিতির দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধশিল্পকলায় গ্রুপ আর্ট প্রদর্শনী কাল থেকে