মীরসরাইয়ে পল্লী বিদ্যুতের ৩টি ট্রান্সফরমার চুরি

দুশ্চিন্তায় গ্রাহকরা

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ২৪ নভেম্বর, ২০২৫ at ৭:২৭ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলায় কয়েকটি পৃথক গ্রামে পল্লী বিদ্যুতের ৩টি ট্রান্সফরমার চুরি হয়ে যায়। এতে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে। দুশ্চিন্তায় রয়েছেন গ্রাহকরা।

পল্লী বিদ্যুত সমিতি চট্টগ্রাম৩ এর মীরসরাইস্থ ডিজিএম আদনান আহমেদ চৌধুরী জানান, গত শনিবার রাতে উপজেলা সদর নিকটস্থ আমবাড়িয়া গ্রাম থেকে আমাদের একটি ট্রান্সফরমার চুরি হয়। আবার গত পরশু ও ৮নং দুর্গাপুর ইউনিয়নের দুটি পৃথক এলাকা থেকে দুটি ট্রান্সফরমার চুরি হয়। প্রতিটি ট্রান্সফরমারের মূল্য প্রায় ৬০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা । এসব ট্রান্সফরমার চুরি যাবার পর গ্রাহকরাই এর টাকা তুলে দিতে হচ্ছে। এমতাবস্থায় প্রতিটি এলাকায় ট্রান্সফরমারগুলো পাহারা দেয়ার বিষয়ে গুরুত্বআরোপ করেন ডিজিএম আদনান।

তিনি আরো বলেন, ইতিমধ্যে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও মীরসরাই থানার ওসিকে এই বিষয়ে লিখিতভাবে জানিয়েছেন। এছাড়া প্রতিটি এলাকায় সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

পূর্ববর্তী নিবন্ধ‘বেলা’ যুগের একজন সংগীতশিল্পী
পরবর্তী নিবন্ধবিএনপি ক্ষমতায় গেলে কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করবে