মীরসরাই উপজেলায় কয়েকটি পৃথক গ্রামে পল্লী বিদ্যুতের ৩টি ট্রান্সফরমার চুরি হয়ে যায়। এতে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে। দুশ্চিন্তায় রয়েছেন গ্রাহকরা।
পল্লী বিদ্যুত সমিতি চট্টগ্রাম– ৩ এর মীরসরাইস্থ ডিজিএম আদনান আহমেদ চৌধুরী জানান, গত শনিবার রাতে উপজেলা সদর নিকটস্থ আমবাড়িয়া গ্রাম থেকে আমাদের একটি ট্রান্সফরমার চুরি হয়। আবার গত পরশু ও ৮নং দুর্গাপুর ইউনিয়নের দুটি পৃথক এলাকা থেকে দুটি ট্রান্সফরমার চুরি হয়। প্রতিটি ট্রান্সফরমারের মূল্য প্রায় ৬০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা । এসব ট্রান্সফরমার চুরি যাবার পর গ্রাহকরাই এর টাকা তুলে দিতে হচ্ছে। এমতাবস্থায় প্রতিটি এলাকায় ট্রান্সফরমারগুলো পাহারা দেয়ার বিষয়ে গুরুত্বআরোপ করেন ডিজিএম আদনান।
তিনি আরো বলেন, ইতিমধ্যে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও মীরসরাই থানার ওসিকে এই বিষয়ে লিখিতভাবে জানিয়েছেন। এছাড়া প্রতিটি এলাকায় সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।












