মীরসরাই উপজেলার মায়ানী এলাকায় ডাকাতির সরঞ্জামসহ ৬ ‘ডাকাতকে’ আটক করেছে মীরসরাই থানা পুলিশ। মীরসরাই থানার ওসি কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল শুক্রবার ভোরে উপজেলার মায়ানী ইউনিয়নের সৈদালী গ্রামের মহাসড়কের মুখে একটি প্রাইভেট কারসহ একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ তাদের হাতেনাতে আটক করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার থেকে ২টি টিপ ছোরা, ১টি প্লায়ারস, ১টি স্ক্রু ড্রাইভার, রড, নোস প্লাস, স্কাইট রেঞ্চ, হেসকো ব্লেড, দা, ছোরা, কাঠের লাঠি, স্টিলের পাইপ, কাটারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আটকরা হলেন মো. জাহাঙ্গীর প্রকাশ দিদার (৪৭), আবুল কালাম (৪৫), আলা উদ্দিন প্রকাশ মুন্সি (৩২), মো. রিয়াজ (২৪), মো. জসিম (২৮), মো. রনি (১৯)। এ সময় কয়েকজন ডাকাত পালিয়ে যায়। ওসি কবির হোসেন আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা রুজুসহ ডাকাতদলকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।












