মীরসরাইয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে একটি কাঠ বোঝাই একটি পিকআপ। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় ঢাকা–চট্টগ্রাম রেলরুটে উপজেলার নিজামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও অন্তত ৪০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এঙপ্রেস ট্রেনটি নিজামপুর এলাকা অতিক্রমকালে একটি কাঠ বোঝাই পিকআপ অবৈধ রুট দিয়ে রেললাইন পার হচ্ছিল। এ সময় পিকআপটি আটকা পড়ে গেলে চালক, হেলপার সবাই প্রাণ রক্ষায় সরে যায়। এতে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় পিকআপটি। একপর্যায়ে ট্রেনের ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। অবশেষে প্রায় ৪০ মিনিট পর ট্রেনটি আবার পুনরায় গন্তব্যের দিকে রওনা দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জিআরপি পুলিশের সীতাকুণ্ড শাখার উপপরিদর্শক আশরাফ উদ্দিন। বড়তাকিয়া স্টেশন মাস্টার সামছুদ্দোহা বলেন, অফিসিয়ালি দুর্ঘটনার বিষয়ে আমরা অবগত হইনি। তবে ফেসবুকে দেখেছি এবং ট্রেনটি সীতাকুণ্ড অতিক্রমের পর ১৫ মিনিটে এই স্টেশন অতিক্রম করার কথা। কিন্তু ৪৫ মিনিট পরে স্টেশন অতিক্রম করে।












