বঙ্গবন্ধু শিল্পনগরসহ দেশ বিদেশে কর্মসংস্থান এবং দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে ইউসেপ-ক্লিফটন-অপকা টেকনিক্যাল স্কুলের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার মীরসরাইয়ের মস্তাননগরে অপকা কার্যালয়ে এইচএসবিসি স্কীল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় স্যুইং মেশিন অপারেটর ট্রেড ও ইলেকট্রিক্যাল ট্রেডে ৫০ শিক্ষার্থী নিয়ে এই বিদ্যালয়ের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে এক সভা ক্লিফটন গ্রুপের সিইও এমডিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং ইউসেপ কর্মকর্তা মুহম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন, ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার জয় প্রকাশ বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, অপকার নির্বাহী পরিচালক মো. আলমগীর, বেজা’র এসিস্ট্যান্ট ম্যানেজার আমজাদ হোসেন, লায়ন তাহের আহমেদ, রোটারিয়ান রেজা করিম, মীরসরাই অটিজম সেন্টারের এ্যাম্বাসেডর কাইয়ুম নিজামী, মো. রাশেদুল হাসান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম খোকা, কামরুল আহসান হাবীব, ফরিদ আহম্মেদ আরজু, শারফুদ্দীন কাশ্মীর, লায়ন্স ক্লাব অব মীরসরাই এর সভাপতি এজেডএম টুটুল, আশরাফ উদ্দিন সোহেল প্রমুখ।