মীরসরাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পর্যটন বিষয়ে মতবিনিময়

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ৭ মে, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

বারৈয়াঢালা জাতীয় উদ্যানের জীব বৈচিত্র্য পুন:প্রতিষ্ঠা, বিপন্ন প্রজাতির সাইকাস (জামসত্তর) উদ্ভিদ ও প্রাকৃতিক ভাবে পানি সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব পর্যটন সৃষ্টির লক্ষ্যে এক মতবিনিময় সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। খৈয়াছড়া ঝর্ণামুখ এলাকায় মতবিনিময় সভায় বনবিভাগ, চবি ফরেস্ট্রি ও সমাজতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপকবৃন্দ ও মীরসরাই উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় চবি অধ্যাপক ড. কামাল হোসেন, সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ওবায়দুল করিম, অবসরপ্রাপ্ত বিভাগীয় বন সংরক্ষক শেখ নূর বখতিয়ার সিদ্দিকী, চবি ফরেস্ট্রি বিভাগের সিনিয়র গবেষণা সহায়ক মো. নূর আলী, গবেষণা সহায়ক সমেশ্বর সিনহা, বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা একেএম আলতাফ হোসেন, বারৈয়াঢালাসহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভাপতি মো. সরওয়ার উদ্দিন, বড়তাকিয়া বিট কর্মকর্তা মো. মামুন বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বারৈয়াঢালা জাতীয় উদ্যানের আওতাধীন যে সকল ঝর্ণাকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে সেসব ঝর্ণাগুলোতো ভবিষ্যতে কোন পর্যটক যাতে হতাহত ও হয়রানির শিকার না হয় সে জন্য প্রকল্পের আওতায় একটি রোডম্যাপ তৈরি করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া পৌর মেয়রের সঙ্গে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধনাজিরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ