মীরসরাইয়ে ট্রেন থেকে পড়ে সুজন (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলার জোরারগঞ্জের মস্তান নগর রেলস্টেশন সংলগ্ন ভাঙা দোকান এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সুজনের বাড়ি ফেনী জেলায় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত পরিচয় জানা যায়নি।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারজানা আক্তার বলেন, আহত সুজনের মাথা ও চোয়ালে গুরুতর আঘাত রয়েছে। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।
বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন তিতাস বলেন, সকালে একটি যাত্রীবাহী চলন্ত ট্রেন থেকে হঠাৎ ওই যুবক পড়ে যান। পরে খবর পেয়ে আমরা গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করি।