মীরসরাইয়ে ক্যান্সার আক্রান্ত পূর্ব খৈয়াছড়া এনসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জাহান বেগমের হাতে এক লাখ টাকার অনুদান তুলে দেয়া হয়। গত ২০ এপ্রিল প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে ক্যান্সার আক্রান্ত শিক্ষকের হাতে এই টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী আরিফ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক নিজামী।