মীরসরাইয়ে আগুনে পুড়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ১১ এপ্রিল, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে আগুনে পুড়ে অঙ্গার হলেন ফরিদা পারভিন (৫০) নামের এক নারী। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার সময় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের করম আলী ভূঁইয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদা ওই এলাকার মৃত শামসুল হকের কন্যা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফরিদা পারভিন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। বিয়ে না হওয়ায় তিনি বাবার বাড়িতে ভাইয়ের ঘরে বসবাস করতেন। ঘটনার দিন বিকাল সাড়ে ৩টার দিকে পাশ্ববর্তী তার ভাইয়ের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ফরিদা ঘরে ঘুমানো অবস্থায় আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ঘটনার পর মীরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত নারীর ছোট ভাই আলী আজগর মজনু জানান, পাশের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আপা (ফরিদা) শারীরিকভাবে অক্ষম ছিলেন। এ জন্য আগুন লাগার পর ঘর হতে বের হতে পারেননি।

মীরসরাই থানার ওসি মো. কবির হোসেন জানান, দগ্ধ নারী শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে আগুন লাগার পর ঘর থেকে বের হতে পারেননি। পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধক্ষোভ থেকে কিশোরকে জবাই করে খুন
পরবর্তী নিবন্ধবিএনপির অনেকেই তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন : কাদের