মীরসরাই উপজেলার ২নং হিংগুলী ইউনিয়নের যুবলীগ নেতা শহিদুল ইসলাম আকাশের পরিবারকে সহমর্মিতা জানিয়েছেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। গত শুক্রবার এলিট নিহত যুবলীগ নেতা শহিদুল ইসলাম আকাশের অসহায় পরিবারকে সান্ত্বনা দেন।
এ সময় এলিট বলেন, আকাশের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। তবু আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি পাশে থাকব ইনশাআল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন, নিহত যুবলীগ নেতা শহিদুল ইসলাম আকাশের ভাই সাবেক যুবলীগ নেতা নূরউদ্দিন বাহার, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নেতা আছিফ রহমান শাহীন, ইমতিয়াজ অভি, শওকত আজিম রিংকু, উত্তর জেলা ছাত্রলীগের ভাইস-প্রেসিডেন্ট আবদুল্লাহ আল নোমান, জাহেদুল ইসলাম রানা, আহসান উদ্দিন, আশরাফ। পরে নিয়াজ মোর্শেদ এলিট নিহত যুবলীগ নেতা শহিদুল ইসলাম আকাশের কবর জিয়ারত এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রেস বিজ্ঞপ্তি।