বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব- ১৭) মীরসরাই উপজেলা সদরস্থ স্টেডিয়ামে শুরু হয়েছে । গতকাল রবিবার সকাল ১০টায় উক্ত টুর্ণামেন্ট উদ্বোধন করেন মীরসরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান। মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এর সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে উক্ত টুর্নামেন্টের প্রথম দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে মীরসরাই পৌরসভা বনাম ১০নং মিঠানালায়র মধ্যে মীরসরাই পৌরসভা ৩-০ গোলে জয় লাভ করে।
দিনের দ্বিতীয় ম্যাচে ১৫নং ওয়াহেদপুর ও ১নং করেরহাট দল মুখোমুখি হয়। এই ম্যাচে করেরহাট ১-০ গোলে জয় লাভ করে । বিকেলের খেলায় ১৩ নং মায়ানী ও ৬নং ইছাখালী ইউনিয়নর পরষ্পরের প্রতিদ্বন্দ্বিতা করে। এই ম্যাচে ইছাখালী ১-০ গোলে জয় লাভ করে। টুর্ণামেন্টে অংশগ্রহন করছে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে।
উৎসবমুখর উক্ত টুর্ণামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলার সহকারি কমিশনার জামিউল হিকমা, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক কামরুল হোসেন, সিনিয়র সাংবাদিক মাহবুব পলাশ প্রমুখ।