মীরসরাইয়ে ৭শ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ৪ অক্টোবর, ২০২৩ at ৪:৪৬ পূর্বাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে মীরসরাই মস্তাননগর রাবেয়া খাতুন নূরানী মাদ্রাসা, এতিমখানা, হেফজ বিভাগ ও শাহ কালা (রহ.) প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের ৭ শত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মো. রেজাউল করিম মাস্টারের সভাপতিত্বে গত ২ অক্টোবর শাহ কালা প্রাথমিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক এবং নুরুল আমিন ও কাউছার আহমদ ফারদিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন, রাফসান জনি, ইউপি সদস্য কামরুল হাসান, ফারুক মালুম, মাঈন উদ্দিন প্রমুখ। শেষে ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধ৮ চোরাই মোটরসাইকেলসহ চক্রের ১১ সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকেইপিজেডের মাসব্যাপী পরিচ্ছন্ন কর্মসূচি