মীরসরাইয়ে হামলায় দুই যুবলীগ নেতা আহত

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ১৩ অক্টোবর, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে হামলায় জামশেদ আলম ও মাসুদ চৌধুরী নামে দুই যুবলীগ নেতা গুরুতর আহত হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার পশ্চিম মলিয়াইশ এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেকে) ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০ টার সময় মিঠানালা ইউনিয়নের সাধুর বাজার মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। মীরসরাই পৌর যুবলীগ নেতা জামশেদ আলম তার নিজের ঠিকাদারি প্রতিষ্ঠানের সড়ক সংস্কার কাজে বুধবার দুপুরে সড়কের দুইপাশে স্কেভেটর দিয়ে মাটি কাটার সময় সড়ক বন্ধ হয়ে যায়। এসময় স্থানীয় রাকিব নামের একজন মোটরসাইকেল নিয়ে এসে পথ বন্ধ দেখে বাকবিতন্ডায় জড়ায় ঠিকাদার জামশেদের সাথে। তখন জামশেদ রাকিবকে চড় থাপ্পড় দেন। রাকিব দুপুরে চলে গিয়ে রাত সাড়ে ৯টার সময় দলবল নিয়ে কৌশলে ডেকে নিয়ে জামশেদের ওপর হামলা চালায়। এসময় জামশেদকে মারতে দেখে উদ্ধার করতে এলে স্থানীয় যুবলীগ নেতা মাসুদও হামলার শিকার হন।

১১নং মঘাদিয়া ইউনিয়ন ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ জানান, বুধবার দুপুরে জামশেদের সাথে রাকিবের বাকবিতন্ডার জেরে রাত ৯টার দিকে তাঁরা সদলবলে (রাকিব) জামশেদের ওপর হামলার আভাস পেয়ে আমি জামশেদকে আমার গাড়িতে তুলে ফেলি। এরপরও রাকিবের লোকজন তাকে গাড়ি থেকে নামিয়ে কুপিয়ে আহত করে। এসময় আমার ওপরও হামলা করে। আহত জামশেদের ছোট ভাই জাহাঙ্গীর আলম জানান, আমার ভাইয়ের শরীরিক অবস্থা ভালো না। শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম হয়েছে। তিনি চমেকে ২৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

স্থানীয় ইউপি সদস্য হারেছ আহমদ নাজিম জানান, স্কেভেটর দিয়ে দুপুরে রাস্তার মাটি কাটার সময় বাতবিতন্ডাকে কেন্দ্র করে রাতে হামলার ঘটনা ঘটেছে এতটুকু শুনেছি।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি টিম গেছে। এই ঘটনায় কেউ এখনো থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধফুটবল খেলে সাগরে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধকয়লা পরিবহনে ভাড়া কমলো লাইটার জাহাজে