মীরসরাইয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীর যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৪ জুন, ২০২৪ at ৭:৫৬ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে জোরারগঞ্জ জনার্দ্দনপুর এলাকায় স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী মো. সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলম এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়। জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৯ জুন পারিবারিক কলহের জেরে স্ত্রী নাজমা আক্তারকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন সাইফুল ইসলাম। এ ঘটনায় নাজমা আক্তারের পরিবারের পক্ষ থেকে

জোরারগঞ্জ থানায় একটি মামলা করা হয়। তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করলে বিচারক তা আমলে নিয়ে সাইফুল ইসলামের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লা ও ঢাকা থেকে দুই চোর গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধখাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্রের শ্রমিকের মরদেহ উদ্ধার