চট্টগ্রাম-১ মীরসরাই আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়েছে এ ভোট গ্রহণ। যা একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।
এদিকে সকাল ৮টা থেকে ভোট কার্যক্রম শুরু হলেও শীতের কুয়াশাচ্ছন্ন পরিবেশে ধীরে ধীরে কেন্দ্রে আসতে শুরু করছে ভোটাররা৷
এবার মীরসরাই উপজেলায় সর্বমোট ১০৬ টি ভোটকেন্দ্রের ৭১৭ টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। ভোটকেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে থাকবে ২১২ জন। পোলিং এজেন্ট থাকবে ৭১৭ জন। এই উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬৬ হাজার ৫২৫ জন।
এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৭৪১ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৭ হাজার ৭৮২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। গত নির্বাচন থেকে এই নির্বাচনে ভোটার বেড়েছে ৫১ হাজার ৫০৯ জন।
চট্টগ্রাম-১ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সুপ্রিম পার্টি, ইসলামী ফ্রন্ট, মুসলীমলীগ, বিএনএফ স্বতন্ত্রসহ ৭ জন প্রার্থী নিবাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
ভোট দিতে লাইনে অপেক্ষা ভোটারদের নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু-নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে।