মীরসরাইয়ে র‌্যাবের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১০:৩৮ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে দুই মাদক কারবারিকে। গত ২৫ মে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা ও ১’শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়। গ্রেপ্তাারকৃতরা হলো, বারইয়ারহাট পৌরসভার ২নং ওয়ার্ডের জামালপুর এলাকার কাজী বাড়ির মো. সোহেলের পুত্র মো. সাহেদ নয়ন (২০) ড্রাইভার ও হিঙ্গুলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব মেহেদী নগর এলাকার মাহমুদ আলী মিস্ত্রী বাড়ির রবিউল হোসেনের পুত্র আরমান হোসেন (২০)

র‌্যাব৭ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল ঢাকাচট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার সরকার টোলাস্থ একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করে। র‌্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক পিকআপটিকে থামানোর সংকেত দিলে গাড়িটি থামিয়ে দুইজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে। এসময় পিকআপটি তল্লাশি করে দুটি বস্তার ভিতর থেকে ১০০ বোতল ফেনসিডিল যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকা এবং ১৫ টি পলিথিন থেকে ৩০ কেজি গাঁজা যার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, র‌্যাব ফেনসিডিল ও গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছে। শেষে রোববার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে রিফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধক্ষুদ্র ও মাঝারি শিল্প গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে